AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি



মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি

সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকায় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ৯টায় চাঁদপাই রেঞ্জের জয়মনিতে ওয়াইল্ডটিমের সহযোগিতায় ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণে চাঁদপাই রেঞ্জের ১৪ জন বাঘবন্ধু সদস্য ও ৭৬ জন ভিটিআরটি সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা, বন আইন, প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়োডাইভারসিটির বর্তমান পরিস্থিতি, ভিটিআরটির ও বাঘবন্ধুর প্রয়োজনিয়তা, পাবলিক স্পিকিংয়ের দক্ষতা উন্নয়ন, মানুষ এবং বন্যপ্রাণী দ্বন্দ্ব নিরসনসহ বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতা।

প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন আক্তার সুমী (উপজেলা নির্বাহী অফিসার, মোংলা), সভাপতিত্ব করেন মিল্টন রায় (স্টেশন কর্মকর্তা, চাঁদপাই), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নাজমুল হাওলাদার (ইউপি সদস্য চিলা ইউনিয়ন পরিষদ) এছারাও উপস্থিত ছিলেন মো. আবু জাফর (এসিসট্যান্ট কো-অর্ডিনেটর, ওয়াইল্ডটিম) এবং মো. সাইফুল ইসলামসহ (প্রোগ্রাম অফিসার ওয়াইল্ডটিম) প্রমুখ।

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Link copied!