AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৪ পিএম, ১৭ মে, ২০২৫

এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন তিনি।

১৬ তলা ভিত্তির ওপর নির্মিত এমআরএ ভবনটি বহুতল অফিস ভবন হিসেবে গড়ে তোলা হয়েছে। এতে বাউন্ডারি ওয়াল, গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সাইনেজ, ম্যুরাল এবং ডিপ টিউবওয়েলসহ আধুনিক নাগরিক সুবিধাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এবং তা সম্পন্ন হওয়ার নির্ধারিত সময় ছিল ২০২৩ সালের ২৬ জুন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এমআরএ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ-সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় একটি ব্যতিক্রমী বিষয়—ভবন উদ্বোধনের স্মারক ফলকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করা হয়নি। যেখানে অতীতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যে কোনো উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে ফলকে নাম অন্তর্ভুক্ত করে থাকতেন, সেখানে ড. ইউনূস ফলকে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়ে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন।

এর আগেও চট্টগ্রামের কালুরঘাটে রেল-সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ফলকে তার নাম ছিল না। একাধিক সরকারি প্রকল্পে তার এই নামবর্জিত নীরব উদ্বোধনের বিষয়টিকে বিশ্লেষকরা দেখছেন ব্যক্তিকেন্দ্রিক প্রচারের বাইরে দায়িত্ব পালনের এক ব্যতিক্রম উদাহরণ হিসেবে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Link copied!