জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামের এই দলের স্লোগান—“গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ”।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নাম, কাঠামো এবং নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে জানানো হয়, এই দল জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে।
দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। তিনি দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে সামাজিক আন্দোলন করে আসছেন। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু হয়, সেই থেকে তার ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন সারাদেশে আলোচিত।
দলের মহাসচিবের দায়িত্বে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন।
দলটির রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মসূচি সম্পর্কেও অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরা হয়। জানা গেছে, ‘জনতা পার্টি বাংলাদেশ’ অচিরেই তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত, বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গত কয়েক মাসে দেশে প্রায় দুই ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :