বাংলাদেশ পুলিশ তাদের পুরাতন লোগোর পরিবর্তে একটি নতুন লোগো প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন লোগোটিতে জাতীয় প্রতীক ও ঐতিহ্যের সমন্বয় দেখা গেছে। এতে রয়েছে—বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ, এবং পাটপাতার ওপর ‘পুলিশ’ শব্দটি খচিত। আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বয়ে লোগোটিকে নতুন রূপ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে; যা ইতোমধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।
এ অবস্থায় আপনার জেলা বা ইউনিটে ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে।
একুশে সংবাদ/চ.ট/এনএস