AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ হাইকমিশনের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৫ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৫

নারী কর্মীদের মালয়েশিয়ায় না যেতে অনুরোধ হাইকমিশনের

মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে গিয়ে বিভিন্ন চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি নারী। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে এবং সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়ায় না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ থেকে নারী কর্মীদের মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে কোনো চুক্তি নেই বাংলাদেশ সরকারের। কিন্তু, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সেখানে নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে চক্রটি।

এতে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশী নারী কর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে নারী কর্মী সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানানো হলো।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Shwapno
Link copied!