বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেছেন। আজ বুধবার সকালে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।
এদিকে এস আলম গ্রুপসহ কয়েকটি গ্রুপের হাজার-হাজার কোটি টাকার বেনামি ঋণ অনুমোদনে সহায়তার দায়ে অভিযুক্তদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। অবিলম্ব গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ সব ডেপুটি গভর্নরের পদত্যাগ ও বিচার চাওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
জানা গেছে, গতকালের মতো আজ বুধবারও গভর্নর অফিসে আসেননি। অন্য ডেপুটি গভর্নরদের মধ্যে ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানের কাছ থেকে জোর করে পদত্যাগপত্র নিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। অন্য তিন ডেপুটি গভর্নর অফিসে আসেননি। আর এস আলমের অন্যতম সহযোগী নীতি উপদেষ্টা ক্ষমা চেয়ে পালিয়েছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :