ক্ষমতাসীনরা দেশটাকে গিলে খেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশে ঘূর্ণিঝড় সিডর, আইলা ও রেমালের চেয়েও বড় আঘাত আসতে যাচ্ছে বলেও হুঁশিয়ার করেন তিনি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ মে) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘ভারতের অনেক গুণীজন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বাংলাদেশ সরকার যাই করছে তার কোনওটি দেশ ও দেশের মানুষের পক্ষে যাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে। টাকার মূল্যমান কমে যাচ্ছে প্রতিনিয়ত, ডলারের দাম ঊর্ধ্বমুখী৷’
সরকার দেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘বাকশাল করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলো জিয়াউর রহমান। তার বিরুদ্ধেই এখন বাজে মন্তব্য করছে।’
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ কে জানতে চেয়ে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের সবাই লুটেরা, চোর। তাদের নিয়ে গালি দেয় না ক্ষমতাসীনরা। কিন্তু তারেক ও জিয়ার পরিবার নিয়ে বাজে মন্তব্য করছেন সরকারপ্রধান।’
এদিকে, একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘মুক্তিযুদ্ধ করে জীবন দিয়ে কী লাভ হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ করে দিয়েছে। এ দেশের সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ প্রধান চোর।’
দলীয় কর্মীদের হতাশ না হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ‘চোরের দল আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। জনগণের সমর্থনে বিএনপি আবারও ক্ষমতায় যাবে। খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী।’
একুশে সংবাদ/হ.ক.প্র/জাহা