নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে ২৯ মে এ উপজেলায় ভোট হবে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে শুনানি শেষে এ সিদ্ধান্ত নেয় কমিশন।
আচরণবিধি লঙ্ঘন অভিযোগ পাওয়ায় কেন প্রার্থিতা বাতিল করা হবে না- ব্যাখ্যা দিতে বৃহস্পতিবার কমিশনে তলব করা হয় মো. রিয়াজ উদ্দিন আহম্মেদকে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
শুনানি শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘শুনানিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যাদি পর্যালোচনা ও শুনানি নেওয়ার পর আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে কমিশন সর্বসম্মতভাবে তাঁর প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে।’
ইসির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে রিয়াজ উদ্দিনের।
একুশে সংবাদ/ই.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

