AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০২ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪
রাজধানীর বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩১ বঙ্গাব্দ। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক-বাহক একটা পার্বণ। প্রতি বছর দিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে উদযাপিত হয়। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা।

বৈশাখী মেলা

এ বছর ঢাকায় বৈশাখী মেলা তুলনামূলক কম বসেছে। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন তারা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউ, বনানী, গুলশান, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ী, দনিয়ায় নববর্ষ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখী মেলার আয়োজন করা হয়।

গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বৈশাখী মেলার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (১৪ এপ্রিল) বিকালে পার্ক ঘুরে দেখা যায়, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ মেলা উপভোগ করতে আসছেন। মেলায় লোক সংগীত, সাংস্কৃতিক পর্ব, চিত্রকর্মসহ নানা আয়োজন রয়েছে। তবে মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা কিংবা বায়োস্কোপ না থাকায় আক্ষেপ করেছেন অনেকে।

পহেলা বৈশাখ উপলক্ষে শুধু খোলা জায়গা নয়, রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেলেও নানা আয়োজন চলছে। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, র‌্যাডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, খাজানাসহ কয়েকটি রেস্তোরাঁয় উদযাপিত হচ্ছে নববর্ষ বরণ উৎসব। পাশাপাশি ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ অধিকাংশ ক্লাব নিজস্ব উদ্যোগে দিনটি পালন করছে।

একুশে সংবাদ/এসএডি

Link copied!