পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।
সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্থানীয় সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই সিরিজ দিয়েই কাগজে-কলমে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে ২০ দেখায় ১৩ জয় টাইগারদের। অতীত পরিসংখ্যানকে পুঁজি করে ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচটা জয় পেতে চায় নাজমুল শান্তর দল। আর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজটা জয় দিয়ে শুরু করতে চায় বিশ্বকাপে জায়গা না পাওয়া জিম্বাবুয়েও।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

