সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে রিমাণ্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ চারদিনের রিমাণ্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সাইফুর রহমানের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রুহুল কুদ্দুস কাজলের আইনজীবী ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তার পক্ষে জামিন আবেদন করেননি আইনজীবীরা।
এর আগে গত ১০ মার্চ কাজলের চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে তাঁকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত ৮ মার্চ সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী (সাইফ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারধর, ভাঙচুরের ঘটনায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
একুশে সংবাদ/সা.আ
 
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
