বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার অবরোধের মাঝে দূরপাল্লার বাসগুলোতে স্কট বা নিরাপত্তা সেবা দিচ্ছে র্যাব।
সোমবার (৬ নভেম্বর) এণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাব এ তথ্য জানায়।
জানা গেছে, অবরোধের সময় নাশকতা প্রতিরোধে দেশব্যাপী র্যাব ৪৬০টি টহল দিয়েছে।
খন্দকার আল মঈন বলেন, ঢাকা থেকে খুলনা বা বগুড়াসহ দূরবর্তী গন্তব্যের পরিবহন মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূরপাল্লার ৮ থেকে ১০ টি বাস একত্রিত করে এসকর্ট দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এতে করে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে।
তিনি বলেন, দূরপাল্লার বাস যাতে নির্বিঘ্নে রাস্তায় চলতে পারে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে র্যাব। এক্ষেত্রে যদি কোন দূরপাল্লার বাহন র্যাবের কাছে সহায়তা চায় তাহলে র্যাব এক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা নেবে এবং গন্তব্যে পৌঁছে দেবে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

