বিএনপি ও জামায়াতের টানা তিনদিনের অবরোধের পর অবশেষে ঘুরছে দূরপাল্লার গাড়ির চাকা। তবে ঢাকার বাইরে অনেক বাস আটকে পড়ায় পরিবহন সংকটে ভুগছেন যাত্রীরা। এসময় দীর্ঘক্ষণ কাউন্টারে বসে থেকেও বাস না পাওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। টানা ৭২ ঘণ্টা অবরোধে আটকে থাকা যাত্রীরা হাফ ছেড়ে বাঁচলেও বাস সংকটে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে কাউন্টারে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা হবার আগেই টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রীদের ভিড়।
যাত্রীরা জানান, কাউন্টারে এসে প্রায় এক থেকে দুই ঘণ্টা বসে আছি। কোনো গাড়ি পাচ্ছি না। যে কাউন্টারেই যাই সবাই বলে টিকিট নেই, বাস সংকট।
বাস সংশ্লিষ্টরা জানান, অবরোধে ঢাকার বাইরে গাড়ি আটকে থাকায় দেখা দিয়েছে এই সংকট। যাত্রীদের ঘরে ফেরার তাড়া থাকলেও নিরুপায় তারা।
এদিকে আগামী রোব ও সোমবার ফের ২ দিনের অবরোধের ঘোষণায় আতঙ্কে যাত্রী ও চালকরা।
গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের একদিনের হরতাল শেষে তিনদিনের অবরোধ কর্মসূচি। মূলত হরতাল এবং অবরোধের কারণে অনেক বাস বিভিন্ন জেলায় আটকা পড়েছে। বাসগুলো এখনো ঢাকায় এসে পৌঁছাতে পারেনি।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

