আসছে অক্টোবরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের চারটি প্রকল্পের উদ্বোধনের হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই আমরা এই প্রকল্পগুলো উদ্বোধন করব।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রী বলেন, স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার মধ্যে রেলপথ এবং নদীপথ ছিল অন্যতম যোগাযোগের মাধ্যম। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নত ছিল না। স্বাধীনতা যুদ্ধের সময় রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ের কিছু উন্নয়ন করে ছিলেন।
৭৫ পরবর্তী কোনো সরকার রেলওয়ের উন্নয়নের কাজে হাত দেয়নি বরং রেল পথকে ধ্বংস করেছে।
রেলপথ মন্ত্রী বলেন, জামাত-বিএনপির আমলে রেলওয়েকে বেসরকারিকরণের জন্য গোল্ডেন হ্যান্ডশেইকের মাধ্যমে ১০ হাজার কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাসটেইনেবল ডেভেলপমেন্ট করার জন্য রেলের ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা চীনে এবং ভারতে দেখেছি তাদের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.ভ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :