AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাঁচ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ‌‘পরিণতি হতে পারে ভয়ংকর’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৬ পিএম, ৯ জুলাই, ২০২৩
পাঁচ কোটি নাগরিকের তথ্য ফাঁস: ‌‘পরিণতি হতে পারে ভয়ংকর’

মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ার আইন ও উদীয়মান প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মুহাম্মদ এরশাদুল করিম। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ওপর নজর রাখেন। বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হওয়ার বিষয়ে তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সরকারি কাজ কি এভাবে চলতে পারে? এ ছাড়া এভাবে পাবলিক প্লেসে (জনসমক্ষে) বলা এ কথাটা শোনা দুঃখজনক। এর পরিণতি ভয়ংকর হতে পারে। সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাঝুঁকি এ কারণে বাড়তে পারে। অপরাধীরা সুযোগ খুঁজতে থাকবে। ’

 

সরকারের করণীয় নিয়ে এরশাদুল করিম বলেন, ‘সবার আগে এর একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এরপর এর গুরুত্ব অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই তথ্য ফাঁস সম্পর্কে এবং করণীয় সম্পর্কে জানাতে হবে। যাঁর তথ্য ফাঁস হয়েছে, তাঁর জানার অধিকার আছে। আবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যেসব প্রতিষ্ঠান (যেমন ব্যাংক), তাদেরও সতর্ক করতে হবে। আর জড়িত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি করতে হবে। ’

 

এ তথ্য ফাঁসে সম্ভাব্য ক্ষতির বিষয়ে তিনি বলেন, ‘নানা কিছু হতে পারে। তথ্য–সম্পর্কিত ব্যক্তির আর্থিক এবং অন্য নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। অসচেতন মানুষের কাছে ফোন করে তাঁর সব তথ্য বলে বিশ্বাস অর্জন করার পর প্রতারণা হতে পারে। তথ্য উন্মুক্ত হয়ে গেলে সেসব তথ্যনির্ভর বিভিন্ন সেবার ক্ষেত্রে অপব্যবহারের সুযোগ থাকে। ’

 

এরশাদুল করিম বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইয়াহুর ৩০০ কোটি গ্রাহকের তথ্য ফাঁস হওয়ার ঘটনা আছে। আর সরকারি সংস্থার কাছ থেকে ২০১৮ সালে ভারতের আধার কার্ডের ১১০ কোটি এবং ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ১৯ কোটি ৮০ লাখ ভোটারের তথ্য ফাঁস হয়। সে হিসাবে বাংলাদেশের ৫ কোটি মানুষের তথ্য ফাঁস হলে তা অন্যতম বড় ফাঁসের ঘটনা হবে। ২০১৭ সালে মালয়েশিয়াতে ৪ কোটি ৬ লাখ মানুষের ফোন নম্বর ফাঁস হয়ে গিয়েছিল, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ’

 

তথ্য ফাঁস রোধে করণীয় নিয়ে তিনি বলেন,  ‘আমার মনে হয়, এ ঘটনাটিকে অনেকটা ‘ওয়েক আপ কল’ (সতর্কীকরণ বার্তা) হিসেবে দেখে এর বিশ্বাসযোগ্য তদন্ত ও পরিণতি হওয়া দরকার। সুযোগ এসেছে আইন অনুযায়ী জড়িত বা দায়িত্ব অবহেলাকারীদের শাস্তি দিয়ে নজির সৃষ্টি করে সবাইকে সতর্ক করা। অন্যথায় এ রকম ঘটনা ঘটতেই থাকবে। ’

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!