AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশুকে নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে ব‌্যবহার করা যাবেনা: ডেপুটি স্পিকার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:২৭ পিএম, ৫ জুন, ২০২৩
শিশুকে নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে ব‌্যবহার করা যাবেনা: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেছেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে সকল এনজিও দেশের কল‌্যাণে কাজ করবে সরকার সব সময় তাঁদের উৎসাহ দিবে। শিশুদের কল‌্যাণে সরকারী ও বেসরকারি উদ‌্যোগে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় উদ্দেশ‌্যে বা অন‌্য কোন উপলক্ষ‌্যের দোহাই দিয়ে শিশুদের দিয়ে চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি বা নির্দিষ্ট কোন গোষ্ঠীর স্বার্থে কোন শিশুকে ব‌্যবহার করা যাবেনা।

 

সোমবার (৫ জুন) সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর সহযোগিতায় "শিশুবান্ধব নগর শিশুর অধিকার; বাস্তবায়ন আমাদের অঙ্গীকার" প্রতিপাদ্যে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

সভায় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শিরীন আহমেদ, শবনম জাহান, আরমা দত্ত, শামসুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা ও আদিবা আনজুম মিতা সভায় অংশগ্রহণ করেন।

 

ডেপুটি স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সকলেরই দায়িত্ব। আর এই দায়িত্ব সূচারুরূপে পালন করতে হলে আগামীর ভবিষ‌্যত ও বাংলাদেশের সম্পদ; প্রতিটি শিশুকে সঠিকভাবে বেড়ে উঠার সুযোগ তৈরি করে দিতে হবে। কোন শিশু অবহেলায়, অনাদরে বা অযত্নে বড় হতে পারে না।

 

শামসুল হক টুকু, এমপি বলেন, আরবান এলাকার পিছিয়ে পরা ও অবহেলিত শিশুরা আমাদেরই সন্তান। তাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যত যোগ্য নেতৃত্ব। সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়টি লক্ষ্য করা অবশ্যই আমাদের দায়িত্ব। এ লক্ষ‌্যে সংসদীয় ককাস গঠনের আজকের এ উদ্দ্যোগ অনেক সফল হয়েছে। এই সংসদীয় আরবান ককাস কমিটি তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করবে।

 

সভায় সংসদ সদস‌্যসহ সবার মতামতের ভিত্তিতে মোঃ শামসুল হক টুকু, এমপিকে উপদেষ্টা, রানা মোহাম্মদ সোহেল, এমপিকে সভাপতি এবং আরমা দত্ত, এমপিকে সদস‌্য সচিব করে একটি সংসদীয় আরবান ককাস গঠন করা হয়।

 

সংসদ সদস‌্য রানা মোহাম্মদ সোহেল এমপি এবং ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর উপ পরিচালক মঞ্জু মারিয়া পালমা যৌথ সঞ্চালনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডিরেক্টর অপারেশনস্ সাগর মারান্ডীসহ সভায় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/আজ/এসএপি

Link copied!