রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানায়, বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৭২৭ ট্যাবলেট, ১২ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ২৬ গ্রাম ২০ হেরোইন ও ৩২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭ টি মামলা করা হয়েছে।
একুশে সংবাদ.কম/জা.হা