AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এমপিওভুক্তিসহ ৫ দাবি ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২১
এমপিওভুক্তিসহ ৫ দাবি ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদের

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও ভূক্তির জন্য মাননীয়  প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা বরাদ্দ বাস্তবায়নসহ ডাটা এন্ট্রিকৃত ৭৪৫৩টি মাদরাসার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে চলতি অর্থবছরে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদীর  সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগ এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সুলায়মান, স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মমতাজ উদ্দিন মর্তুজা, স্বাধীনতা কারিগরি শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ এ কে এম মোকছেদুর রহমান, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, স্বাধীনতা  শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ তেলয়াত হোসেন খান সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

স্বাধীনতা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ এর সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা বন্ধ থাকায়  চরম অর্থ সংকটে পড়েছে শিক্ষকরা। এই করোনা কালে ননএমপিও শিক্ষক কর্মচারীরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের টিউশন ফি যথারীতি আদায় না হওয়ায় প্রতিষ্ঠান থেকে যৎসামান্য সম্মানি পেতেন তাও পায়নি শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দুরবস্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে পাঁচ হাজার টাকা করে প্রনোদনা দিয়েছেন সেই জন্য শিক্ষকরা গর্বীত। তবে প্রথম কিস্তি প্রনোদনার পাঁচ হাজার টাকা পেলেও দ্বিতীয় কিস্তির প্রনোদনার টাকা অনেকে পায় নি যা অত্যান্ত দুঃখ জনক। তাই উক্ত প্রনোদনা প্রথম কিস্তি ন্যায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রদান করার দাবী করেন তিনি। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিতে বলেন-

১/ মুজিব শতবর্ষকে স্বরনীয় করে রাখতে  ২০২১ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। 

২/ চলতি অর্থবছরে প্রধানমন্ত্রীর অনুমোদিত ৩১১ কোটি টাকা বাস্তবায়নসহ ডাটা বেইজভুক্ত ৭ হাজার ৪৫৩টি স্বতন্ত্র মাদরাসা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। 

৩/ আর্থিক কারণে ঝরেপড়া রোধ করতে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার ও পোশাকের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। 

৪/ প্রাইমারি স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ভৌত কাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দিতে হবে।
 
৫/ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক পাঠদান অনুমতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কোড নম্বর প্রদানসহ স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান করতে হবে।

এছাড়াও বক্তারা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান।

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!