AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও ৪৮ জনকে পুশ ইন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মৌলভিবাজার
১১:৫১ এএম, ৩ জুলাই, ২০২৫

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আবারও ৪৮ জনকে পুশ ইন

ভারত থেকে পুশ ইন করে ফেরত পাঠানো ৪৮ জন বাংলাদেশিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় টহল চালানোর সময় তারা আটক হন।

বিজিবির ৫২ ব্যাটালিয়ন জানায়, আটক হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু। সবাই ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পাল্লাথল পুঞ্জি এলাকায় প্রবেশ করেছিলেন।

জিজ্ঞাসাবাদে তারা জানান, চিকিৎসা কিংবা কাজের উদ্দেশ্যে ৬ মাস থেকে ১৭ বছর আগে দেশের কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিলেন। এরপর সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজিবি সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি সময়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৪৬৩ জন বাংলাদেশিকে পুশ ইন করে ফেরত পাঠানো হলো। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি—৩৪১ জনকে আটক করা হয়েছে। এছাড়া জুড়ী উপজেলায় ১০ জন, কুলাউড়ায় ২১ জন, শ্রীমঙ্গলে ১৯ জন এবং কমলগঞ্জ উপজেলায় ৬১ জনকে আটক করে বিজিবি।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে আটক ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। তাদের পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/ জা.নি/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!