AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের ৭৮ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩১ পিএম, ১৮ অক্টোবর, ২০২০
দেশের ৭৮ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, “কোভিড-শুরুর সময় দেশে হাতে গোনা ২-১টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ছিল। বর্তমানে দেশের ডেডিকেটেড কোভিড হাসপাতালগুলোসহ ৭৮টি সরকারি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করা হয়েছে।”

রোববার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সোসাইটি অব সার্জনস কর্তৃক আয়োজিত “রোল অব সার্জন্স ইন কোভিড পেন্ডামিক; বাংলাদেশের প্রেক্ষিতে” সংক্রান্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কোভিডে নিহত চিকিৎসক নার্সসহ সকল দায়িত্বশীলদের প্রতি শোক জানিয়ে বলেন, “এই কোভিডে দেশের প্রায় ১১৫ জন অভিজ্ঞ চিকিৎসক মারা গেছেন। শুধু ২৬ জন সার্জন্সই মারা গেছেন। আরো অন্যান্য নার্স, পুলিশ, সাংবাদিকসহ দায়িত্বরত লোকজন মারা গেছেন। এই ক্ষতি পূরণ হবার নয়। তাঁদের এই ত্যাগের মাধ্যমে দেশের মানুষের কর্মক্ষেত্র সচল রয়েছে। তাই তাঁদের কাছে আমরা চির কৃতজ্ঞ। সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আমরা চির কৃতজ্ঞ।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম করেনাকালীন সময়ে সার্জনদের আগামী দিনগুলোতে নিরলসভাবে চিকিৎসা সেবা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। তিনি সরকারের এই পদক্ষেপকে সাফল্যমন্ডিত করার জন্য “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ”কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আজিজ, এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ। সেমিনারের সভাপতিত্ব করেন “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ” এর সভাপতি অধ্যাপক এ এইচ এম তৌহিদুল আলম, সঞ্চালনায় ছিলেন ডা. এ এম কামরুল আক্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ” এর সাধারণ সম্পাদক ডা. মো. নূর হোসেন ভূঁইয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ” এর সহ-সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম মোসতাক হোসেন। সেমিনারে সূচনা বক্তব্য রাখেন “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ” এর প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. জুলফিকুর রহমান খান।  

অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন পেশাজীবী চিকিৎসক সার্জনসদের পুরস্কৃত করা হয়।

একুশে সংবাদ/এআরএম

Link copied!