লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স।
মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার অবস্থানরত হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে বিমান প্রযুক্তি খাত এবং সম্ভাব্য বিনিয়োগ সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে আলোচনায়।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে লন্ডনে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, তিনি বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। একই সফরে তার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং নীতিনির্ধারক সংস্থা চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, সফরকালে যুক্তরাজ্যের সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে সহযোগিতা জোরদার করার পাশাপাশি পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়েও গুরুত্বারোপ করা হবে।
সফর শেষে আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/আ.ট/ এ.জে