প্রেমের সারাংশ জুড়ে কতটা থাকে দেনা পাওনার হিসাব? স্বার্থের সংঘাত, অর্থ -বিত্ত, সুখ- বিলাস! লাইলি+ মজনু, শিরি +ফরহাদ, ইউসুফ +জুলেখা, রাধা+কৃষ্ণ, এসব প্রেম কতটা প্রেম, কতটা কামনা, কতটা স্বার্থ, কতটা ত্যাগ বিদ্যমান? কোথাও রগরগে কামনার স্রোত,কোথাও ত্যাগের মহিমায় ভাস্বর! কোথাও পবিত্র আরাধনা, বন্দনা। বিচিত্র প্রেম কাহিনি। সাধনার তরী-ভরা নদীতে বয়ে যায়। পুর্ণিমা, আমাবস্যায়। প্রেম নদীতে জোয়ার ভাটার স্রোত বয়ে যায়। লাইলি, মজনুর জন্য কতটা ত্যাগ করেছিল? মজনুর উদারতা প্রেমকে মহিমান্বিত পরশে ছুঁয়েছিল। ফরহাদের অসাধ্য সাধন প্রেমকে আরাধ্য দেবতার আসনে অধিষ্ঠা দিয়েছিল। হায় প্রেমের বিচিত্র রূপ আর বিচিত্র ভুবন! যুগে যুগে শতাব্দী পেরিয়ে প্রেমের মহিমা গাঁথা। প্রেম এক আদি অনাদি সত্তা। ভরা নদীর মতোই বয়ে চলে অনন্তের পথে,সময়ের বেড়াজাল ছিঁড়ে।
একুশে সংবাদ/ হা.কা/ হা.কা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

