AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তীব্র দাবদাহ ঘর ঠাণ্ডা রাখার উপায়


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:৫৬ পিএম, ২১ এপ্রিল, ২০২৪
তীব্র দাবদাহ ঘর ঠাণ্ডা রাখার উপায়

পর্দা টেনে রাখুন : গরমে দিনের বেলা সব সময় ভারী পর্দা টেনে রাখুন। এতে ঘর অনেক ঠাণ্ডা থাকবে। দক্ষিণ ও পশ্চিম দিকের দেয়ালে জানালা থাকলে অবশ্যই পর্দা টেনে রাখুন।

দরজা : দিনে যদি ঘরের দরজা বন্ধ করে রাখেন তাহলে বাতাস চলাচল করতে পারবে না। এতে রাতেও ঘর গুমোট হয়ে থাকবে। তাই দরজা খুলে রাখুন।

তীব্র গরমেও ঘর ঠাণ্ডা রাখার উপায়

বরফ-পাখা : টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ঘর ঠাণ্ডা হয়ে গেছে।

গরমে ঘর ঠাণ্ডা রাখার ১০ উপায়

সুতির চাদর : গরমের সময়ে বিছানায় সাদা বা হালকা রঙের সুতির চাদর বিছালে বিছানা ঠাণ্ডা থাকবে। সেই সঙ্গে নিয়মিত বেডকভার ও বেডশিট পরিবর্তন করুন। এতে শুধু ঠাণ্ডা নয়, মানসিকভাবেও ফ্রেশও লাগবে।

গরমে ঘর ঠাণ্ডা রাখার ১০ উপায়

পূর্ব-পশ্চিম : এই দুই দিকের জানালায় সানশেড লাগান। ঘর গরম হয়ে যাবে এমন কাজ থেকে বিরত থাকুন।

বাথরুম ও রান্নাঘর : বাথরুম ও রান্নাঘরের এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখুন। এতে ভিতরের গুমোট, গরম বাতাস বেরিয়ে যাবে। আপনার ঘর ঠাণ্ডা থাকবে।

গরমে ঘর ঠাণ্ডা রাখার ১০ উপায়

জানালা : দিনে জানালা বন্ধ রাখুন। রাতে শোয়ার সময় জানালা খুলে শুতে যান। এতে ঘরে হাওয়া চলাচল করবে।

তীব্র আলো : ঘরে তীব্র আলো জ্বালিয়ে রাখলে গরম বাড়বে। এই সময় খুব প্রয়োজন না হলে ঘরে তীব্র আলো জ্বালাবেন না। ডিম লাইট বা টেবিল ল্যাম্প ব্যবহার করুন।

তীব্র আলো : ঘরে তীব্র আলো জ্বালিয়ে রাখলে গরম বাড়বে। এই সময় খুব প্রয়োজন না হলে ঘরে তীব্র আলো জ্বালাবেন না। ডিম লাইট বা টেবিল ল্যাম্প ব্যবহার করুন।

গ্রিল : গরমের এই সময় ঘরে গ্যাসের চুলা জ্বালালে বেশি গরম হয়। সময় সাপেক্ষ গ্রিল রান্না থেকে দূরে থাকুন।

গাছ লাগান : বাড়ির চারপাশে গাছ লাগান। গাছের ছায়ায় আপনার ঘর অনেক ঠাণ্ডা থাকবে।

গাছ লাগান : বাড়ির চারপাশে গাছ লাগান। গাছের ছায়ায় আপনার ঘর অনেক ঠাণ্ডা থাকবে।

একুশে সংবাদ/এনএস

Link copied!