AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

শারীরিক সম্পর্কের আগে যেসব খাবার বিপদ ডেকে আনে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৭:৪২ পিএম, ১৬ আগস্ট, ২০২৩
শারীরিক সম্পর্কের আগে যেসব খাবার বিপদ ডেকে আনে

কোন খাবারে কিংবা কোন গন্ধে যৌন ক্ষমতা বাড়ে? ভারচুয়াল বিপ্লবের জগতে সেই খবর পেতে খুব একটা কষ্ট করতে হবে না। কী করবেন তা জানা যেমন জরুরি, আবার কী করবেন না তা জানাও প্রয়োজন। যেমন শারীরিক সম্পর্কের আগে কিছু খাবার একেবারেই খাওয়া উচিত নয়। যেমন-

 

১) অনেকেই চিজ খেতে ভালবাসেন। নিজের সুরক্ষার কথা মাথায় রেখে খেতেও পারেন। তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু শারীরিক মিলনের আগে চিজ বেশি খাওয়া উচিত নয়। এতে পেটের সমস্যা হতে পারে। আর পেট শান্ত না থাকলে শরীরও সাড়া দেবে না।

 

২) ঝাল জাতীয় খাবার খেয়ে যৌন ক্ষমতা বেড়ে যায়। এমন দাবি অনেকেই করে। ঝাল খাওয়া ভাল হতেই পারে কিন্তু যৌনতার ঠিক আগে নয়। কারণ তাতে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। মোক্ষম সময়ে বায়ুদূষণ এক্কেবারেই কাম্য নয়।

 

৩) নতুন নতুন প্রেম। যৌনতার জন্য মুখিয়ে রয়েছে। সুযোগও হাতের মুঠোয়। এমন সময় আপনার মুখে গন্ধ বলে সে মুখ ফিরিয়ে নেবে, এমনটা নিশ্চয়ই চাইবেন না। তাই মিলনের আগে কখনও কাঁচা পিঁয়াজ বা রসুন যুক্ত খাবার খাবেন না।

 

৪) অনেকেরই ধারণা পেটে একটু রঙিন পানীয় পড়লে কামের আগুন আরও বেড়ে যায়। তা কোনওভাবেই হয় না। বরং মদ শরীরে প্রবল আলস্য আনে। তাতে আরও মিলনে অনিহা জাগে। অনেকে আবার মাঝপথে ঘুমিয়েও পড়েন।

 

৫) শারীরিক সম্পর্কের আগে নুন জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই ভাল। বিশেষজ্ঞরা দাবি করছেন, শরীরে নুনের পরিমাণ বেড়ে গেলে সহজেই ক্লান্তি চলে আসে। ফলে চরমসুখের স্তরে পৌঁছনো সম্ভব হয় না।

 

একুশে সংবাদ/স.প্র.প্র/জাহা

Link copied!