ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. রাজধানী
  4. সারাবাংলা
  5. আন্তর্জাতিক
  6. অর্থ-বাণিজ্য
  7. খেলাধুলা
  8. বিনোদন
  9. শিক্ষা
  10. তথ্য-প্রযুক্তি
  11. অপরাধ
  12. প্রবাস
  13. পডকাস্ট

মিলনের সময় ঠিক কোন কোন শব্দ ‍‍`আনন্দ‍‍` দ্বিগুণ করে


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৮:১৪ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৩
মিলনের সময় ঠিক কোন কোন শব্দ ‍‍`আনন্দ‍‍` দ্বিগুণ করে

মিলনের সময় এমন কিছু শব্দ, এমন কিছু কথা আছে যাতে মিলনের আনন্দ দ্বিগুণ হয় বইকি! আসে পরিপূর্ণতা! কিন্তু সেই ‍‍`সিক্রেট কোড‍‍` গুলো কী কী যা আপনার পার্টনারকে বেশি আকর্ষণ করে?

 

‍‍`সসি ডেটস‍‍` নামের একটি অনলাইন এজেন্সি ৫ হাজার ২৪ জন ইউজারের উপর একটি সমীক্ষা করে। তাঁদের জিজ্ঞেস করা হয়েছিল, সেক্স-এর সময় তাঁরা কী ধরনের শব্দ বা কথা শুনতে ভালবাসেন? ৯০ শতাংশেরও বেশি পুরুষ জানান, হালকা গোঙানির শব্দই সেক্স-এর উত্তেজনা বাড়িয়ে তোলে। তবে এক্ষেত্রে মহিলাদের সংখ্যাটা কম। ৭৭.৬ শতাংশ মহিলা তাঁদের পার্টনারের গোঙানি উপভোগ করেন।

 

৭৬.৮ শতাংশ পুরুষ আবার বলছেন, পার্টনারের থেকে ছোটখাটো দুষ্টুমির কথাবার্তা শুনলে ঘনিষ্ঠতা বাড়ে। ৭৩.৫ শতাংশ মহিলারও মত, দুষ্টু-মিষ্টি কথা পার্টনারের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে।

 

তবে শুধু কথাই নয়, গভীর-ভারী নিঃশ্বাস-প্রশ্বাসও মিলনে বড় ভূমিকা পালন করে। ৬০.১ পুরুষ ও ৪৫.৯ শতাংশ মহিলাদের মত, কান বা ঠোঁটের মতো স্পর্শকাতর অঙ্গে গভীর শ্বাস-প্রশ্বাস সেক্স- এর উত্তেজনা দ্বিগুণ করে! এছাড়াও ‍‍`আনন্দের যন্ত্রণা‍‍`-র চিৎকার, ‘ওহ গড’-এর মতো শব্দগুলিতে সেক্স আরও গভীর হয়!

 

তবে অনেক পুরুষ ও মহিলা এমনও বলছেন, সেক্স-এর সময় তাঁরা গভীর নিস্তব্ধতা পছন্দ করেন।

 

একুশে সংবাদ.কম/ন.আ.প্র/জাহাঙ্গীর