রান্না করতে গিয়ে অনেক সময় বেশি হলুদ পড়ে যায়। অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ এই মশলা শরীরের জন্য উপকারী হলেও, রান্নায় অতিরিক্ত পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে স্বাদ।
সমাধান কি?
তেজপাতা: রান্নায় যদি বেশি হলুদ পড়ে যায় সে ক্ষেত্রে তেজপাতা ম্যাজিকের মতো কাজ করবে। রান্নায় দু’চারটে তেজপাতা ফেলে দিয়ে দু-চার মিনিট ফুটিয়ে নিয়ে তেজপাতা ফেলে দিন। রান্নায় অতিরিক্ত হলুদের স্বাদ নিমেষে কমে যাবে।
সুপুরি: রান্নায় বেশি হলুদ পড়ে গেলে সুপুরি কার্যকরী হতে পারে। সুপুরিকে দু’টুকরো করে কেটে রান্নায় দিলে হলুদের স্বাদ কমবে।
গরমখুন্তি: লোহার খুন্তিকে গরম করে নিয়ে সেটা ঝোলের মধ্যে কয়েক মিনিট রেখে দিলেই কাজ হয়ে যাবে। রান্না থেকে দ্রুত উধাও হবে হলুদের স্বাদ।
একুশে সংবাদ/বিডি.এন.24/রখ