AB Bank
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগতিতে নদীর মাটি কাটায় দুই যুবককে জরিমানা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫২ পিএম, ১৮ মে, ২০২৪
রামগতিতে নদীর মাটি কাটায় দুই যুবককে জরিমানা

লক্ষ্মীপুরের রামগতিতে ভুলায় নদীসহ সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আকবর (২২) ও ওমর ফারুক (২৮) নামে দুই যুবককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামে অভিযান চালিয়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত এ অর্থণ্ড দেন।

জানা যায়, চরনেয়ামত গ্রামের নতুন ব্রীজ এলাকায় ভুলুয়া নদী ও একই এলাকার সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটে দণ্ডিতরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। 

এসময় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলায় তাদেরকে জরিমানা করা হয়। এতে আকবরকে দুই লাখ টাকা জরিমানা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। এছাড়া ফারুককে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এক লাখ টাকা অর্থদণ্ড দেন।

এ বিষয়ে সৈয়দ আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, নদী ও সরকারি জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালত দুজনকে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান এ ধরনের অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!