AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২০ এএম, ২৭ আগস্ট, ২০২৫

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার আজ (২৭ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপিত হয়। একইসঙ্গে আজ থেকেই সাক্ষ্যগ্রহণ শুরুর সম্ভাবনা রয়েছে।

গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আসামিকে আজ আদালতে হাজির করা হয়েছে।

তবে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ বাকি ২৪ আসামি এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। এরপর ৩০ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

 

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!