AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসক নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৬ পিএম, ১৭ আগস্ট, ২০২৫

চিকিৎসক নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

২০১২ সালে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া ও সাইদ মিজি।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আবুল কালাম, সাইদুল, ফয়সাল ও পেদা মাসুম।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি—রফিকুল ইসলাম।

আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় সব আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। সাজা ঘোষণার পর তাদের আবার কারাগারে পাঠানো হয়।

ডা. নিতাই ছিলেন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাহী পরিষদের সদস্য। ২০১২ সালের ২৩ আগস্ট রাতে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি খুন হন।

হত্যাকাণ্ডের সময় ওই বাসায় ডা. নিতাইয়ের সঙ্গে ছিলেন তার বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী তখন চট্টগ্রামে অবস্থান করছিলেন। পরদিন নিহত চিকিৎসকের বাবা বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

Link copied!