AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লুট হওয়া সব পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৫ পিএম, ১৪ আগস্ট, ২০২৫

লুট হওয়া সব পাথর  ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব সাদা পাথর সাত দিনের মধ্যে আগের স্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তালিকা চেয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি রিট করেন।

রিটে দাবি করা হয়, পাথর লুটের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে। এছাড়া, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারি করারও আবেদন করা হয়।

উল্লেখ্য, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় প্রকাশ্যে বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে উত্তোলন করা হলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - আইন আদালত

Link copied!