চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি পৃথক মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন।
জামিন আবেদন নামঞ্জুর হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে:
আইনজীবী আলিফ হত্যা মামলা
আদালত এলাকায় হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের করা তিনটি মামলা
নিহত আলিফের ভাই খানে আলমের দায়ের করা আরও একটি মামলা
চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মামলাগুলোর শুনানি শুরু হয়। চিন্ময়ের পক্ষে জামিন শুনানি পরিচালনা করেন ঢাকার সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি চিন্ময়ের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরলেও রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যান করে।
শেষ পর্যন্ত বিচারক পাঁচ মামলাতেই জামিন আবেদন খারিজ করে দেন। আদালতপাড়ায় ছিল বিপুল পুলিশ মোতায়েন। জামিন শুনানিতে অংশ নেওয়া আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় বাড়তি ব্যবস্থা।
চিন্ময়ের বিরুদ্ধে প্রথম রাষ্ট্রদ্রোহ মামলা হয় ২০২৪ সালের ৩১ অক্টোবর, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে। এরপর ২২ নভেম্বর রংপুরে তার নেতৃত্বে আরও একটি বড় সমাবেশ হয়।
২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রামে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেদিন আদালত চত্বরে তার অনুসারীদের সঙ্গে আইনজীবী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে।
এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডসহ পাঁচটি মামলায় চলতি বছরের ৫ মে চিন্ময়কে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় আদালত।
একুশে সংবাদ//র.ন