AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
চাঁনখারপুলে ৬ জন হত্যাকাণ্ড

কনস্টেবল সুজনসহ ৪ আসামি ট্রাইব্যুনালে হাজির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২০ এএম, ১৪ জুলাই, ২০২৫

কনস্টেবল সুজনসহ ৪ আসামি ট্রাইব্যুনালে হাজির

রাজধানীর চাঁনখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ জনকে হত্যার মামলায় কনস্টেবল সুজনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের উপস্থিত করা হয়।

এর আগে ৩ জুলাই (বৃহস্পতিবার) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষ হয়। সেদিনই আদালত আদেশের জন্য ১৪ জুলাই তারিখ নির্ধারণ করেন।

হাজির হওয়া চার আসামি হলেন — শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

এ মামলায় পলাতক রয়েছেন আরও চারজন। তারা হলেন — সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গ্রেপ্তার চার আসামির পক্ষে সেদিন অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা। একইভাবে পলাতক চার আসামির পক্ষেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অব্যাহতির আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ১৪ জুলাই আদেশ ঘোষণার দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলাটি ২৫ মে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে আমলে নেয়।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!