AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৭ পিএম, ১১ জুলাই, ২০২৫

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে

জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ আদালতে আবুল বারকাতকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। পরে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদকের কর্মকর্তারা জানান, মামলাটিতে তিন দিনের রিমান্ড আবেদন করা হলেও সংশ্লিষ্ট আদালতের এখতিয়ার না থাকায় বিষয়টি পরবর্তী সময়ে উপযুক্ত আদালতে উপস্থাপন করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম অধ্যাপক বারকাতকে গ্রেফতার করে।

গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. নাজমুল হোসাইন।

মামলার নথি অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে এননটেক্স গ্রুপের অন্তর্ভুক্ত ২২টি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেন। অভিযোগ রয়েছে, এই ঋণের অর্থ বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়, যা পরবর্তীতে মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয়েছে।

দুদক বলছে, এই প্রক্রিয়ায় দায়ী কর্মকর্তা-কর্মচারী ও নীতিনির্ধারকেরা প্রতারণামূলকভাবে রাষ্ট্রীয় ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতে জড়িত ছিলেন।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!