নারী সংস্কার কমিশনের বিতর্কিত কিছু সুপারিশ নিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রায়ে বলেছেন, এখনো এসব সুপারিশ বাস্তবায়িত হয়নি, ফলে এই রিটটি সময়ের আগেই করা হয়েছে (প্রি-ম্যাচিউর্ড)। তবে ভবিষ্যতে সরকার যদি এসব সুপারিশ বাস্তবায়ন করে, তখন রিটকারী আবারও আদালতের দ্বারস্থ হতে পারবেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী এবং কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। রিটটি গত ৪ মে দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। তিনি জানান, ‘উইমেন রিফর্ম কমিশন রিপোর্ট, ২০২৫’-এর ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশসমূহ ইসলামী শরীয়ত, জনগণের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রিটটি করা হয়।
প্রসঙ্গত, ৩১৮ পৃষ্ঠাব্যাপী এই রিপোর্টে নারী অধিকারের নামে কিছু সুপারিশ জনমনে তীব্র বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সংঘর্ষের অভিযোগে সামাজিকমাধ্যমে বিষয়টি আলোচিত হয়। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছিল।
একুশে সংবাদ/চ.ট/এ.জে