AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, নিশ্চিত করল বিশ্ববিদ্যালয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৫ এএম, ৪ মে, ২০২৫

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, নিশ্চিত করল বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি নিয়ে বহুদিনের বিতর্ক এবার আনুষ্ঠানিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW) কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে—তুরিন আফরোজ তাদের প্রতিষ্ঠান থেকে কখনোই কোনো ডক্টরেট ডিগ্রি অর্জন করেননি।

বিশ্ববিদ্যালয়ের ওই চিঠি সম্প্রতি রাষ্ট্রপক্ষের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে উপস্থাপন করা হয়। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, ডিগ্রির নামে যেসব কাগজপত্র উপস্থাপন করা হয়েছিল, তা ভুয়া ও প্রতিষ্ঠানের রেকর্ডে নেই।

রাষ্ট্রপক্ষ বলছে, এমন প্রতারণামূলক তথ্য উপস্থাপন করে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া শুধু নৈতিক অপরাধ নয়, রাষ্ট্রীয় আস্থার চরম অপব্যবহারও। বিষয়টি এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

তুরিন আফরোজ নিজেকে নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক ফোরামে কাজ করেছেন। বিশেষ করে যুদ্ধাপরাধ সংক্রান্ত মামলায় তার ভূমিকা আলোচনায় আসে। তবে দীর্ঘদিন ধরেই তার ডিগ্রির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছিলেন একাধিক পক্ষ।

বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় রাষ্ট্রীয় নিয়োগপ্রক্রিয়া ও যাচাই-বাছাই ব্যবস্থার ঘাটতি নতুন করে আলোচনায় এসেছে।

 


একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!