AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:১২ পিএম, ১৩ মে, ২০২৫

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ দিন ধার্য করেন।

মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় সোমবার (১২ মে) সকাল ১০টায়। এরপর মঙ্গলবার ফের শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল। তিনি জানান, রাষ্ট্রপক্ষের প্রমাণ ও সাক্ষ্যে মূল আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এই মামলায় মোট ২৯ জন সাক্ষীর মধ্যে ২৯ জনই আদালতে সাক্ষ্য দিয়েছেন। রয়েছে সাতটি জব্দ তালিকা, যার মধ্যে ১২ জন সাক্ষ্য দিয়ে তা প্রমাণ করেছেন। তাছাড়া, মামলায় তিনটি মেডিকেল সার্টিফিকেট রয়েছে, যার সবগুলোতে স্বাক্ষর করা চিকিৎসকরা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নামেন। স্থানীয় আইনজীবীরাও আসামিপক্ষকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দেন।

মূল অভিযুক্ত হিটু শেখ ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যদিও পরবর্তীতে তদন্ত কর্মকর্তা ১৩ এপ্রিল চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

চাঞ্চল্যকর এ মামলার রায় নিয়ে সারা দেশের মানুষের নজর এখন মাগুরার আদালতের দিকে।

 

একুশে সংবাদ/ স.ট/এ.জে
 

Link copied!