AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই-আগস্ট গণহত্যা: ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৯ পিএম, ১২ মে, ২০২৫

জুলাই-আগস্ট গণহত্যা: ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঢাকার উত্তরায় ২০০-র বেশি মানুষ হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুলাই সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১২ মে) এ মামলায় ঢাকার সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং পরিকল্পিত গণহত্যার অভিযোগ আনা হয়েছে।

একই দিনে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশে গণহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১২ আগস্ট।

শাপলা চত্বর মামলার আরও এক পর্বে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রয়েছে। আদালতের নির্দেশে তাদের ‘মানবতাবিরোধী অপরাধে’ পলাতক দেখিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উভয় মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হতে পারে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় সহিংস অভিযানে দুই শতাধিক সাধারণ নাগরিক নিহত হন বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণে ঘটনাটিকে “নির্বিচার গণহত্যা” হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে, ২০১৩ সালের হেফাজত সমাবেশে শতাধিক নিহতের অভিযোগে তৎকালীন সরকারের ভূমিকা এখন আন্তর্জাতিক আদালতের আওতায় তদন্তাধীন।

 

একুশে সংবাদ/ স.ট/এ.জে

Shwapno
Link copied!