মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী ভূকশিমইল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি মো: এনামুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম।
মো: আল আমীন কাশেমের সঞ্চালনায় বক্তব্য দেন ভূকশিমইল ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মো: মাশুক মিয়া, প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন শাহিদ, আব্দুর রফিক, ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু, ইউপি সদস্য মো: খসরুজ্জামান, দাতা সদস্য আবু খালেদ নোমান, সমাজসেবক মো: রুহুল আমীন রইয়ব, মো: মানিক মিয়া প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ইলিয়াস উদ্দিন, প্রভাষক আমিন হোসেন, প্রভাষক ফয়েজ আহমেদ চৌধুরী, প্রভাষক উজ্জ্বল মালাকার, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রভাষক ওয়াসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক শফিক মিয়া, মাওলানা মোসলেহ উদ্দিন, ভূকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ//র.ন