AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতালির নাগরিক তাবেলা হত্যা: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০১ পিএম, ৩ জুলাই, ২০২৫

ইতালির নাগরিক তাবেলা হত্যা: তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস

২০১৫ সালে গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চারজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তদের নাম: তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ।

খালাসপ্রাপ্তরা: বিএনপি নেতা এম এ কাইয়ুম  ,তার ভাই আবদুল মতিন, শাখাওয়াত হোসেন ,সোহেল

তদন্ত ও আদালতের নথি অনুযায়ী, মামলার কয়েকজন আসামি—তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল, মতিন ও শাখাওয়াত—আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তবে বিচার শেষে আদালত তাদের মধ্যে শুধু তিনজনকে দোষী সাব্যস্ত করেন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের ৯০ নম্বর সড়কের পাশে গুলি করে হত্যা করা হয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিসিও-বিডির কর্মকর্তা তাবেলা সিজারকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার পর আন্তর্জাতিক একটি ওয়েবসাইটে আইএস নামক জঙ্গিগোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করার দাবি করে। তবে রাষ্ট্রীয় পর্যায়ে তা প্রত্যাখ্যান করা হয়।

নেদারল্যান্ডভিত্তিক সংস্থা আইসিসিও’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন দার বিক বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২৮ জুন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগে বলা হয়, বিদেশি নাগরিক হত্যার মাধ্যমে দেশে-বিদেশে আতঙ্ক ছড়ানো এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল হামলাকারীদের মূল উদ্দেশ্য।

বিচার চলাকালে আসামিদের মধ্যে কেউ কেউ পলাতক থাকলেও বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ জা.নি/এ.জে

Link copied!