যশোরের অভয়নগরে ইমরান হোসেন (২০) নামে এক যুবকের অর্ধ গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদ পাড়ে একটি টিনসেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমরান উপজেলার শংকরপাশা শাহিনপাড়া গ্রামের মোঃ বাবু কসাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে পচা গন্ধ বের হচ্ছিল। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় জনসাধারণ ও নিহতের ভাইদের উপস্থিতিতে পুলিশ ঘরের দরজা ভেঙে আংশিক পচে যাওয়া মরদেহটি উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো। প্রায় সময়েই পরিবারে সাথে ঝগড়াঝাঁটি করতো। মৃত্যুর আগে রাতেই কয়েকজনের সাথে তীব্র বাকবিতণ্ডা ও শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানাগেছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ//র.ন