AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জুলাই গণহত্যা মামলা

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল"


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৯ এএম, ১২ মে, ২০২৫

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় তারা জানান, তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে ওই গণহত্যার নির্দেশদানের প্রমাণ মিলেছে।

এটি হচ্ছে জুলাই গণহত্যা সংক্রান্ত প্রথম তদন্ত প্রতিবেদন, যাতে শেখ হাসিনার সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, আজকের মধ্যেই এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

এর আগে রোববার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র জানায়, সোমবার প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগামী সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ২০ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত শেষ করতে। ওই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। পরবর্তীতে প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আশা করা হচ্ছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ফরমাল চার্জ গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে
 

Shwapno
Link copied!