গাজীপুরের কালীগঞ্জে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের নিকট থেকে ৩,৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতের অভিযান উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আলী নেওয়াজের ছেলে আরিফুল ইসলাম (৩৫) এবং মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২)।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে উভয় আসামী এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে