ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একমত হয়েছে যে, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেভিড ল্যামি বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন চরম বিপজ্জনক। তবে কূটনৈতিক সমাধানের জন্য আগামী দুই সপ্তাহ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।”
রুবিওর মুখপাত্র জানিয়েছেন, উভয় দেশ ইরানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত এবং পারমাণবিক অস্ত্র নির্মাণের সব পথ রুদ্ধ করতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের করণীয় নিয়ে সিদ্ধান্ত নেবেন।
একুশে সংবাদ/ চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

