নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে ভয়াবহ বৃষ্টিপাতে ঘরবাড়ি ধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার প্রদেশটির দুটি গ্রামে ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়।
নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (NSMEA) প্রধান ইব্রাহিম হুসেইনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অন্তত ৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। “এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ২১। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে,” বলেন তিনি।
বর্ষা মৌসুমে নাইজেরিয়ায় প্লাবন, ভূমিধস ও ঘরবাড়ি ধসের ঘটনা প্রায় প্রতি বছর ঘটে থাকে। তবে চলতি বছরের মৌসুমের শুরু থেকেই বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, পশ্চিম আফ্রিকায় অস্বাভাবিক বৃষ্টিপাত ও চরম আবহাওয়া এখন নিয়মিত দুর্যোগ ডেকে আনছে।
উল্লেখ্য, ২০২২ সালে নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং হাজার হাজার মানুষ ঘরহারা হয়েছিলেন। এবারের দুর্ঘটনাটি সেই ভয়াবহ স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে।
একুশে সংবাদ / ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

