ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একদিনে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৪৫ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) রাজ্যের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ঘরবাড়ি ধসের ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
উত্তরপ্রদেশের ত্রাণবিষয়ক কমিশনার ভানুচন্দ্র গোস্বামী জানান, অন্তত ১৮টি জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কাশগঞ্জ ও ফতেহপুরে ৫ জন করে, মীরাট ও আওরাইয়ায় ৪ জন করে, বুলন্দশহর, কানপুর নগর, গৌতম বুদ্ধ নগর, কনৌজ ও এতাহতে ৩ জন করে প্রাণ হারান।
এছাড়াও গাজিয়াবাদ, এতাওয়াহ ও কানপুর দেহাতে ২ জন করে এবং ফিরোজাবাদ, আলীগড়, হাথরাস, আমেথি, চিত্রকূট ও আম্বেদকারনগরে ১ জন করে নিহত হন।
আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ওইদিন সন্ধ্যায় শক্তিশালী মৌসুমি ঝড় বয়ে যায় রাজ্যের ওপর দিয়ে। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার। এতে অনেক স্থানে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং ঘরবাড়ির ছাদ ধসে পড়ে।
প্রশাসন জানায়, নিহতদের অধিকাংশই বজ্রপাতে মারা গেছেন। বাকিরা প্রাণ হারিয়েছেন ঘরের ছাদ ধসে পড়ার ফলে।
এদিকে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে জরুরি টিমগুলোকে ইতোমধ্যে নামানো হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

