ইসরায়েলের সামরিক হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও ১২৪ জন। শনিবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৮১০ জনে, আর আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জন।
মন্ত্রণালয় জানায়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন; কিন্তু উদ্ধারকর্মীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন ধাপে ইসরায়েলি হামলায় ২ হাজার ৭০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ৪৩২ জন।
জাতিসংঘ জানিয়েছে, এই আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :