AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাশ্মিরে মাদরাসা বন্ধ ও খাবার মজুদের নির্দেশ: উত্তেজনা কি বাড়ছে?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৪৯ পিএম, ২ মে, ২০২৫

কাশ্মিরে মাদরাসা বন্ধ ও খাবার মজুদের নির্দেশ: উত্তেজনা কি বাড়ছে?

সীমান্তে গোলাগুলি, রাজনৈতিক হুমকি আর সামরিক প্রস্তুতির মধ্যে দক্ষিণ এশিয়ায় ক্রমেই বাড়ছে যুদ্ধাবস্থার আশঙ্কা। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা যেন আর কথার পর্যায়ে নেই—এবার মাঠপর্যায়ে প্রস্তুতির বাস্তব প্রমাণ মিলছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ১০ দিনের জন্য সব মাদরাসা বন্ধ ঘোষণা এবং আজাদ কাশ্মিরে দুই মাসের খাবার মজুদের নির্দেশনা—এই দুই সিদ্ধান্ত যেন যুদ্ধেরই পূর্বাভাস দিচ্ছে।

আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক শুক্রবার (২ মে) এক নির্দেশনায় ভারত সীমান্তঘেঁষা ১৩টি নির্বাচনী এলাকার বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদ করার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে, ওষুধসহ প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে ১০০ কোটি রুপির একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, সীমান্ত এলাকার রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি যন্ত্রপাতিও নিয়োজিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, সীমান্ত উত্তেজনা যে মাত্রায় পৌঁছেছে, তা যে কোনো সময় সরাসরি সংঘাতে রূপ নিতে পারে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদরাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও অফিসিয়ালি এটি ‘তাপপ্রবাহজনিত ছুটি’ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ রয়টার্সকে বলেন, “আসলে ভারতের সামরিক হামলার আশঙ্কায়ই এই সিদ্ধান্ত।”

তিনি জানান, ভারত মাদরাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে হামলা চালাতে পারে—এই আশঙ্কা থেকেই শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আমরা শিশুদের জীবন নিয়ে ঝুঁকি নিতে পারি না,” বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্তে তার তিন বাহিনীকে যেকোনো অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একইসঙ্গে বলেছেন, “পেহেলগামের হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তি পেতে হবে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে আমরা যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছি। পাকিস্তান নিজের পানির অধিকার রক্ষা করতে সবকিছু করবে।”

বিশ্লেষকরা বলছেন, ভারত এখনও স্পষ্টভাবে প্রমাণ করতে পারেনি যে কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িত। ফলে আন্তর্জাতিক মঞ্চে তাদের যে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণযোগ্যতা হারাতে পারে।

তবে যদি এই উত্তেজনা সীমিত সংঘর্ষের গণ্ডি পেরিয়ে চমলান আকার ধারণ করে, তাহলে দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাত গোটা অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করতে পারে—এমনই সতর্কতা দিয়েছেন কূটনীতিকরা।

সূত্র: জিও টিভি, রয়টার্স

 

একুশে সংবাদ// আ.ট/ এ.জে

Shwapno
Link copied!