ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক প্রক্রিয়ার আধুনিকীকরণের লক্ষ্যে পাঁচটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
মে থেকে শুরু হয়ে সোমবার (৩০জুন) আইকিউএসির সভা কক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এ কর্মশালা সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান ও ডিনসহ দুই শতাধিক কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ উদ-দৌলা ও অধ্যাপক ড. আবদুর রউফের পরিচালনায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম. ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক। এছাড়াও রিসোর্স পারসন হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক।
জানা যায়, শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে “ওবিই কারিকুলাম” এবং “অ্যাক্রেডিটেশন প্রোগ্রাম” বিষয়ক দুইটি পৃথক কর্মশালায় তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। “অফিস ম্যানেজমেন্ট ও স্কিল ডেভেলপমেন্ট” শীর্ষক চারটি পৃথক করা কর্মশালায় অংশ নেন দুই শতাধিক কর্মকর্তা।
এছাড়া একাডেমিক নেতৃত্বে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চেয়ারম্যান ও ডিনদের নিয়ে “স্ট্র্যাটেজিক প্ল্যানিং” বিষয়ক ও বিজ্ঞান অনুষদের পিএসএসি কমিটির সদস্য ও ডিনদের নিয়ে "ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
আইকিউসির পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, মূলত আমাদের কাজ হলো ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যানস্যুরেন্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই, সাপোর্টিং স্টাফস এবং এমপ্লয়্যারদের সাথে একটা সেতুবন্ধন বা ব্রিজ হিসেবে কাজ করে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। গত ১২ই মে থেকে প্রতিটি কর্মদিবসে আমরা শিক্ষক কর্মকর্তাদের জন্য ওয়ার্কশপের ব্যবস্থা করেছি। আইকিউএসি কার্যক্রম এই অর্থবছরে আমরা সিগনিফিকেন্টলি করতে পেরেছি বলে আমার মনে হয়। ইউজিসি থেকে যতটুকু বরাদ্দ ছিল অলমোস্ট ফুল আমরা ১০০% বরাদ্দ খরচ করতে পেরেছি। খুশি হয়ে ইউজিসি এবারের আইকিউসি খাতে আরো বরাদ্দ বাড়িয়েছে।
প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, টিমসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মকর্তাদের প্রতি সশ্রদ্ধ অভিনন্দন এবং শুভেচ্ছা জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে