মিয়ানমার পুলিশ দেশটির শান প্রদেশে ৯৬০ একর আফিম ক্ষেত ধ্বংস করেছে। খবর সিনহুয়ার।
পূর্ব মিয়ানমারের শান প্রদেশের লয়লেম জেলা পুলিশ লয়লেম টাউনশিপ এবং পাংলোং শহরের পশ্চিমে এই আফিম ক্ষেত ধ্বংস করে। ৭ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পাহাড় এবং পর্বতের ঢালে তৈরি এইসব আফিম ক্ষেত ধ্বংস করা হয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

