যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের রাজধানী ম্যাডিসনের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্যেটির পুলিশ। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন মতে, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

